
পানি ফুটিয়ে পান করা, আর নয়| বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক প্রযুক্তির RO পানির ফিল্টার-এ মাত্র ৫০-৬০ টকা মাসিক বিদ্যুৎ বিল দিয়ে ১০০% জীবানুমুক্ত ও বিশুদ্ধ পানি পান করুন। বাজারে এ ধরনের অনেক পিওরিফিয়ার আছে তবে গুনগত মান যাচাই করে অবশ্যই অরিজিনাল পানির ফিল্টার কিনবেন। আমরা নিশ্চিত করতে পারি ১০০% কোয়ালিটি যে কারনে পরবর্তী সার্ভিসের জন্য আমাদের তেমন টেনশন হয় না। ১ .পানি ফুটানোর ঝামেলা হতে মুক্তি। পরিশোধিত বিশুদ্ধ পান করার পানির ১০০% নিশ্চয়তা। ২ .সরাসরি পানির লাইনের সাথে সংযুক্ত করা যায়। ৩ .দীর্ঘস্থায়ী এবং রিপেয়ারিং এ সুবিধী। ৪ .দুর্গন্ধ এবং লবনাক্ত পানির ঝামেলা হতে মুক্তি । ৫. পানি ঢালার কোন ঝামেলা নেই। ৬. সম্পূর্ন অটোমেটিক সিষ্টেম, হাতের স্পর্শ ছাড়া | ৭ .পানিতে কোন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকে না। সকল খাদ্য উপাদান সঠিক মানে থাকে। ফ্রি ইন্সটলেশন ও ১ (এক) বছরের ফ্রি সার্ভিসের সুবিধা। মাসিক তেমন কোন খরচ নেই, ৩০-৪০ টাকা বিদ্যুৎ বিল আসবে। ১৫ বছর নির্বিঘ্নে বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিবে। # এক বছরের ওয়ারেন্টি, দীর্ঘ বছর ধরে ব্যাবহারের নিশ্চয়তা। # অতিরিক্ত কোন চার্জ নাই। দাম যা-ই হোক নাগালের ভিতরে। # প্রতি ২/৩ মাস পর পর PP sediment filter পরিবর্তন করার প্রয়োজন হয়। তার জন্য আমরাই আপনার সাথে যোগাযোগ করে থাকব এবং আমাদের টেকনিশিয়ান ফিল্টার পরিবর্তন করে দিবে ।
0 Comments