শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

Fact Check: বন্ধ্যাত্ব ডেকে আনছে করোনার টিকা? সত্যিটা জেনে নিন

 Fact Check: বন্ধ্যাত্বডেকে আনছে করোনার টিকা? সত্যিটা জেনে নিন


নিজস্বপ্রতিবেদন : 

করোনার টিকা কি বন্ধ্যাত্ব ডেকেআনছে? প্রজননের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে? অনেকেরই মনে এই নিয়ে প্রশ্ন, সন্দেহ রয়েছে। এমনকি এই জন্য অনেকগর্ভবতী মহিলা অনেক দম্পতিযাঁরা সন্তান পরিকল্পনা করছেন, তাঁরা টিকা নেবেন কি নেবেন নাতা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন। দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন।

এবিষয়েস্পষ্ট জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, কোভিড ভ্যাকসিন বন্ধ্যাত্ব ডেকে আনে প্রজননের ক্ষেত্রেঅন্যান্য নানাবিধ সমস্যা তৈরি করে। এটা সম্পূর্ণটাই একটা মিথ।



সত্যিটা হচ্ছে যে, বাজারে যতগুলি করোনার টিকা রয়েছে, তারমধ্যে কোনও একটি যে মহিলা বা পুরুষের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে, এর কোনও প্রমাণ- নেই। (ছবি সৌজন্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)


বিশেষজ্ঞরাবলছেন, তাই মহিলা পুরুষ উভয়ইনিশ্চিন্তে করোনার টিকা নিতে পারবেন। কারণ এই টিকা একদমসুরক্ষিত। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়ানেই।








Post a Comment

0 Comments